চট্টগ্রাম নগরীতে ৯ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘের্াষিত ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচি শেষ হয়েছে। গতকাল জুমার নামাজের পর থেকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের মুসল্লিরা জড়ো হয়ে মিছিল নিয়ে নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীদের সাথে যোগ দেন। বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থী, সাধারণ মানুষ ও বিভিন্ন পেশাজীবীরা কর্মসূচিতে সামিল হন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কগুলোতে দেখা দেয় যানজট। নিউ মার্কেট মোড়ে অবস্থান শেষে বিকেল তিনটার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে টাইগার পাস এলাকায় অবস্থান নেন। তবে এ সময় আন্দোলনকারীদের কাউকে পুলিশি বাধার সম্মুখীন হতে হয়নি। আন্দোলনকারীরা মিছিল থেকে সরকারকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। টাইগার পাস এলাকায় বিকেল চারটার দিকে কর্মসূচি শেষ করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এরপর আন্দোলনকারীদের একটি অংশ লালখানবাজার–ওয়াসা সড়ক অভিমুখে মিছিল নিয়ে এগোতে থাকে। মিছিলটি ওয়াসার মোড়ে পৌঁছার পর পরই ওয়াসার মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর করা হয়। পরবর্তীতে তারা দামপাড়া পুলিশ লাইনে পুলিশ–মুক্তিযুদ্ধ জাদুঘরের সড়ক সংলগ্ন নামফলক ভাঙচুর করেন। তবে এ সময় পুলিশ তাদের কোনো ধরনের বাধা দেয়নি। পরে মিছিল নিয়ে মুরাদপুর–বহদ্দারহাটের দিকে চলে যায় আন্দোলনকারীরা।
জানতে চাইলে সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ বলেন, আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাবার সময় পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করে। ভেতরে তখন কোনো পুলিশ ছিল না। এ বিষয়ে মামলা হবে কী না সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক বলেন, আন্দোলকারীরা মসজিদ থেকে বের হয়ে আন্দরকিল্লায় অবস্থান নিয়েছিল। আমরা তাদের মিছিল না করতে অনুরোধ করলেও তারা সেটা মানেনি। বিশ মিনিটের মতো তারা সেখানে অবস্থান নেয়। এরপর মিছিল নিয়ে সেখান থেকে নিউমার্কেট গিয়ে অবস্থান নেন। তারপর তারা টাইগারপাসে গিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। তবে আন্দোলনকারীদের একাংশ মিছিল নিয়ে ওয়াসার দিকে গেছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন, আন্দোলনকারীদের একাংশ মিছিল নিয়ে মুরাদপুর গিয়ে সেখান থেকে চলে গেছেন।
সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় প্রথমে ওয়াসার মোড় এলাকায় পুলিশের সাজোয়া যানে হামলা চালায়। সাজোয়া যানে ক্ষতি করার পর তারা ওয়াসা মোড় পুলিশ বঙ ভাঙচুর করে। এরপর তারা দামপাড়া হয়ে জিইসি মোড় যাওয়ার পথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরের নামফলক ভেঙে দেন। নামফলক ভেঙে তারা জিইসি মোড় এলাকায় গিয়ে সেখানের পুলিশ বঙ ভেঙে দেন। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।