দাম কমাও, জান বাঁচাও

সিপিবি চট্টগ্রাম জেলার বিক্ষোভ সমাবেশ

| বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৪৬ পূর্বাহ্ণ

রুটিরুজি, ভাত-কাপড়, ভোট-গণতন্ত্রের সংগ্রাম জোরদার করতে ‘দাম কমাও, জান বাঁচাও’ দাবিতে গতকাল বুধবার সিনেমা প্যালেস চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহা।
সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা কমিটির সদস্য উত্তম চৌধুরী, ফরিদুল ইসলাম ও দীলিপ নাথ।
বক্তারা বলেন, করোনার আঘাতে মানুষের জীবন বিপন্ন। দেশে আড়াই কোটি মানুষ বেকার ও তিন কোটি মানুষ নতুন করে দারিদ্রসীমার নিচে নেমে গেছে। নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম লাগামহীন বৃদ্ধি পাওয়ায় জনগণ অসহায় হয়ে পড়েছে। চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত এক বছরে বেড়েছে ৫০ থেকে ৮০ ভাগ। এ অবস্থায় সরকার দরিদ্র মানুষের যন্ত্রণা লাঘব না করে উল্টো গ্যাস, জ্বালানি তেলসহ অত্যাবশ্যকীয় পণ্যের দাম দ্বিগুণ করার পাঁয়তারা করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএবি মিউজিক স্টেশনের গুণীজন সম্মাননা
পরবর্তী নিবন্ধদরিদ্র শিক্ষার্থীদের পাশে ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন