মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচিতে থাকা এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা দাবি মানতে সরকারকে আজ মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। গতকালম সোমবার দ্বিতীয় দিনের মত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এ কর্মসূচি চলছে। খবর বিডিনিউজের।
আন্দোলনকারীদের ওপর রোববারের ‘পুলিশি হামলার’ প্রতিবাদে সোমবার থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ‘লাগাতার কর্মবিরতি‘ পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষক–কর্মচারীরা। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তা পালন হলেও বহু শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলেছে।