মাইলেজ সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে ট্রেন চালক, গার্ড এবং টিটিইদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গতকাল সোমবার বিকালে চট্টগ্রাম রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রেলওয়ের রানিং স্টাফ (ট্রেন চালক, গার্ড, টিটিই) ঐক্য পরিষদ। বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান। এসময় চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. মজিবুর রহমান ভূঁইয়া, রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা শোহেদ আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, গার্ড কাউন্সিল চট্টগ্রামের সভাপতি মো. আলী, টিটিইজ এসোসিয়েশনের মো. মোশারফ হোসেন রাসেলসহ অন্যান্য নেতারা। সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৭ জানুয়ারি রাত ১২টার মধ্যে মাইলেজ সংক্রান্ত জটিলতা নিরসন করা না হলে রাত ১২টা ১ মিনিট থেকে আমরা কর্মবিরতি শুরু করবো। আর আমরা কর্মবিরতি শুরু করলে তো ট্রেন চলাচল বন্ধ। রানিং স্টাফদের পার্ট অব পে রানিং এলাউন্সের উপর ২০২১ সালের ৩ নভেম্বরের অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতিপত্র আগামী ২৭ জানুয়ারি রাত ১২টার মধ্যে প্রত্যাহার করে পূর্বের মতো আমাদের সকল সুযোগ–সুবিধা বহাল রাখতে হবে।বিক্ষোভ সমাবেশ শেষে তারা মিছিল বের করে।