দাবি দীর্ঘদিনের, এবার কি সেতু হবে

চন্দ্রঘোনা ফেরি ঘাট

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | বুধবার , ১৪ মে, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান দিয়ে কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য গতকাল মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গেছে চন্দ্রঘোনা ফেরি চলাচল। আগামী ১৮ মে পর্যন্ত ৫ দিন বন্ধ থাকবে। ব্যস্ততম এই নৌরুটে নদীর দুই পারের যাত্রীদের পারাপারে বর্তমানে একমাত্র ভরসা সাম্পান। রাঙ্গুনিয়া ও রাঙামাটি থেকে বান্দরবান যাতায়াতের প্রধান মাধ্যম রাঙামাটিচন্দ্রঘোনা বাঙ্গালহালিয়াবান্দরবান সড়কের চন্দ্রঘোনা ফেরিঘাট দিয়ে সেতু নির্মাণের দাবি কয়েক দশকের। দায়িত্বশীল অনেক মন্ত্রীএমপি আশ্বাস দিলেও তা দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি। তবে এবার এই স্থান দিয়ে ব্রিজ নির্মাণের জন্য চট্টগ্রামের সন্তান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি কামনা করেছেন এই পথে যাতায়াতকারী যাত্রীরা।

চন্দ্রঘোনার সাম্পান ঘাটে গতকাল বিকালে গিয়ে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় রাইখালী, কোদালা, রাজস্থলী, বাঙ্গালহালিয়া, পদুয়া ও বান্দরবানমুখী যাত্রীদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে সাম্পান। আগে বান্দরবান ও রাঙামাটিগামী কিংবা স্বল্প দূরত্বের যাত্রীরা পুরো পথ গাড়িতে এসে এই স্থানে এসে ফেরিতে পারাপার হতেন। তবে তা বন্ধ থাকায় এবার তারা সাম্পানে পার হচ্ছেন। ফেরিঘাটে বেড়েছে যাত্রীদের ভিড়। অন্যদিকে সাম্পান মাঝিরাও যাত্রীদের নদী পারাপার করাতে ব্যস্ত সময় পার করছেন। নদী পারাপারে আসা যাত্রী মো. আবদুল জব্বার বলেন, আগে ফেরিতে করে এক গাড়িতে পার হয়েছি। এখন ড্রেজিং কাজে বন্ধ থাকায় ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তবে এখানে একটি সেতু হলে এত ভোগান্তি মানুষকে পোহাতে হতো না।

স্থানীয় সাম্পান মাঝি মো. করিম উদ্দিন, সুজন দাশসহ কয়েকজন জানান, ফেরি বন্ধ থাকায় সাম্পানে করে পারাপারে যাত্রীরা ভিড় করছেন। এতে তারা ব্যস্ত সময় পার করছেন। এতে তাদের আয়রোজগারও বৃদ্ধি পেয়েছে।

যাত্রী ও স্থানীয়রা জানান, রাঙামাটি কিংবা বান্দরবানসহ এসব এলাকার আশেপাশে যাতায়াতকারীদের পুরো পথ অনায়াসে আসা গেলেও কর্ণফুলী নদীর এই ফেরিঘাটে এসে পারাপারের জন্য থমকে দাঁড়াতে হয়। এতে ভোগান্তির পাশাপাশি নদীতে পানি বাড়লে কিংবা রক্ষণাবেক্ষণ কাজে প্রায়শই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তাই চন্দ্রঘোনা ফেরিঘাট দিয়ে দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন যাতায়াতকারীরা। দ্রুত সেতু নির্মাণের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন চালকযাত্রীসহ সাধারণ জনসাধারণ।

রাঙামাটি সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য মঙ্গলবার থেকে রোববার ভোর পর্যন্ত চন্দ্রঘোনায় ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তাই এ সময় ওই পথে চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এক্ষেত্রে রাঙ্গুনিয়ার গোডাউন ব্রিজ হয়ে যাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধফের চালু কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার