দাবি আদায় না করা পর্যন্ত মাঠে থাকবেন বিএনপি নেতাকর্মীরা

প্রস্তুতি সভায় বিএনপি নেতৃবৃন্দ

| রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

বাকলিয়া থানা বিএনপি : চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণের প্রতিরোধের মুখে সরকারের পদত্যাগ করতেই হবে। জনগণ জেগে উঠেছে, শেখ হাসিার অধিনে কোন নির্বাচন হতে দেওয়া হবেনা। তিনি গতকাল দক্ষিণ বাকলিয়া চর চাক্তাই নয়া মসজিদ সংলগ্ন মাঠে চট্টগ্রাম বিভাগীয় মেহনতি শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষে বাকলিয়া থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। বাকলিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আই চৌধুরী মামুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. আলমগীররে পরিচালনায় বক্তব্য রাখেন ইয়াসিন চৌধুরী আসু, নবাব খান, আমিন মহামুদ, ইব্রহীম বাচ্ছু, হাসেম সওদাগর, অধ্যাপক খোরশেদ আলম, আলমগীর নূর, ইসমাইল বাবুল, আবদুস সবুব, আলী ইউসুফ, মো. সেকান্দর, আবদুল্লাহ আল সগির, ইয়াকুব চৌধুরী নাজিম, হাজী এমরান, এস এম সেলিম, এটিএম ফরিদুল আলম, হাজী ইউনুস, হাজী আরিফুল ইসলাম ডিউক, নাজিমুল হক নাজু, তাহের জামাল, সৈয়দ তানভীর, এম জি আজম, আসাদুর রহমান টিপু, মাইনুদ্দীন খাঁন পারভেজ, ইয়াকুব খাঁন বাবু, মো. কালু, মো. স্বপন, ইসমাইল হোসেন লেদু, মো. মুছা প্রমুখ।

সাতকানিয়া উপজেলা বিএনপি : শ্রমজীবী মেহনতি মানুষের বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্য সাতকানিয়া উপজেলাপৌরসভা, উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গত ১৪ জুলাই দেওদীঘি সংলগ্ন মাঠে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনবিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীন। সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রাসুল মোস্তাকের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেনদক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মুহসিন খান তরুণ, অ্যাডভোকেট ইকবাল হোসেন। বক্তব্য দেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক শওকত আলী চৌধুরী, সদস্য সচিব আব্দুর রহিম, আহমদুল হক সিকদার, অধ্যাপক এহসানুল হক, এম এ রহিম, সামাদ, আনোয়ার হোসেন চৌধুরী, মাঈনুদ্দীন মোহাম্মদ জাহেদ, লোকমান মেম্বার, আব্দুর রহিম মেম্বার প্রমুখ।

হাটহাজারী শ্রমিক দল : বিএনপি নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, জনগণের দাবিদাওয়া নিয়ে আমরা মাঠে নেমেছি। এক দফা দাবি আদায় না করা পর্যন্ত মাঠে থাকবে বিএনপির নেতা কর্মীরা। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বাস উপযোগী দেশ হিসেবে গড়ে তুলতে চাই। চট্টগ্রাম শ্রমিক মেহনতী মানুষের সমাবেশ সফল করার লক্ষ্য হাটহাজারী উপজেলা ও পৌরসভা শ্রমিক দলের প্রস্তুুতি সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। হাটহাজারী উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসিম উদদীন মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম এবং পৌরসভা শ্রমিক দলের সদস্য সচিব কামাল উদদীনের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য ডাক্তার রফিক চৌধুরী, আইয়ুব খান, সৈয়দ নাসির উদদীন, আকবর আলী, মনিরুল আলম জনি, মোসলেম চৌধুরী, ইলিয়াস চৌধুরী, ওসমান গনী, রহমতুল্লাহ চৌধুরী, জি এম সাইফুল ইসলাম, নুরুল হক পুতু, নুরুল আমীন, নাসিম উদদীন মেম্বার, নুরুল কবির তালুকদার, তকিবুল হাসান চৌধুরী, গাজী মুবিন, রেজাউল করিম রকি, শাহেদ খান, মোহাম্মদ রুবেল, মাওলানা নাছির, নুর হোসেন মেম্বার, জাফর আলম, নাছির উদ্দীন বাবুল, মোহাম্মদ রাশেদ, পারভেজ তালুকদার, নাছির তালুকদার, ফরহাদ, রিয়াজ বাবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি ইসলামের ইতিহাস প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধমিলন কান্তি দে, শামসুল হক ও আলম খোরশেদ বাংলা সাহিত্যের তিন উজ্জ্বল ব্যক্তিত্ব