বৃষ্টির স্বস্তি শেষে ফেরা দাবদাহ বয়ে যাচ্ছে সারাদেশেই, সোমবারের আগে এ পরিস্থিতি থেকে পরিত্রাণের আশা দেখাতে পারছে না আবহাওয়া অফিস। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার বুলেটিনে নতুন করে আরও ৬ জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগের দিন ৫৮ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। খবর বিডিনিউজের।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ‘আরও কিছুদিন দাবদাহ সইতে হবে; তবে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠার সম্ভাবনা কম। ২০ মের কাছাকাছি সময়ে সারাদেশে ভালো বৃষ্টির সম্ভাবনা আছে, সর্বোচ্চ ৩/৪ দিন স্থায়ী হতে পারে সেই বৃষ্টি। এর আগে যা হবে তা ততটা প্রভাব ফেলবে না। বৃষ্টির পর আবার তাপপ্রবাহ আসতে পারে।’