সিমরিন লুবাবার জন্ম সংস্কৃতিমনা পরিবারে। তার দাদা প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় ছোট্ট লুবাবা। সে থেকে শিশুশিল্পী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। খবর বাংলানিউজের।
নিয়মিতই কাজ করে যাচ্ছে বিজ্ঞাপনে। প্রথমদিকে ক্যামেরার সামনে দাঁড়াতে খানিকটা ভয় লাগলেও দাদা আব্দুল কাদেরের উৎসাহে এখন আর তার ভয় করে না বলেও জানায় সে। বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রী লুবাবা। কেজিতে পড়ার সময় প্রথম শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনের মডেল হয় সে। এরপর গত বছর একটি শর্টফিল্মে কাজ করেছে। যেখানে সে পার্কে ফুল বিক্রেতা এক শিশুর চরিত্রে অভিনয় করেছে। লুবাবার কথায়, দাদা বলেছিলেন, তার সঙ্গে আমিও কাজ করব, কিন্তু আমার প্রাণের দাদা তো এখন আর নেই। তাই আর কোনোদিন তার সঙ্গে শুটিং করতে পারবো না। তাকে অনেক মনে পড়ে। আমার ইচ্ছা দাদার মতো অভিনয়শিল্পী হবো। ভালো ও পছন্দের গল্প হলে নিয়মিত অভিনয় করবে বলে জানায় লুবাবা।