দাওয়াতে যাওয়ার পথে মাইক্রোর ধাক্কা, প্রাণ গেল বাইক আরোহীর

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মো. পহর উদ্দীন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহীর। এ ঘটনা কুতুব উদ্দীন (১৭) নামে অপর একজন আহত হয়েছেন। গতকাল জুমার নামাজের পর চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসদরস্থ দোহাজারী হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, দোহাজারী পৌরসভার চাগাচর আস্তানা শরীফ এলাকার রহিম সিকদারের পুত্র পহর উদ্দীন তার চাচাতো ভাই কুতুব উদ্দীনকে নিয়ে মোটরসাইকেলযোগে পৌরসভার দেওয়ানস্থ একটি কমিউনিটি সেন্টারে বিয়ে উপলক্ষে দাওয়াতে যাচ্ছিল। তারা দোহাজারী হাইস্কুলের সামনে পৌছলে বিপরীতমুখী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

নিহতের বড় ভাই আজম সিকদার জানান, জুমার নামাজের পর তার ছোট ভাই পহর ও কুতুব মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে মাত্র ১ থেকে দেড় কিলোমিটার দূরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিল। কিন্তু পথে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় তারা দুইজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে পহর উদ্দীন মারা যায় বলে জানান তিনি। এ ঘটনায় আহত কুতুব উদ্দীনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম জানান, দুর্ঘটনার পরপর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে গেছে। এ ব্যাপারে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক
পরবর্তী নিবন্ধলতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে