সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের আওতাধীন রৌফাবাদে অবস্থিত মানসিক প্রতিবন্ধীনের প্রতিষ্ঠান শিশু পরিবার (বালিকা) ও বেবি হোমে ৩৫০ জন শিশুদের মাঝে উপহার স্বরুপ ইফতার সামগ্রী, ঈদের জামা কাপড়, খেলনা ও বইপত্র বিতরণ করা হয়। চট্টগ্রামস্থ দাউদ ই বোহরা সমপ্রদায় কর্তৃক পরিচালিত আনজুমানে তাহেরী ট্রাস্টের উদ্যোগে গত ৭ এপ্রিল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে দাউদ ই বোহরা সমপ্রদায় চট্টগ্রামের প্রধান শেখ মানসুর র্যাংঙ্গুনওয়ালা, আনজুমানে তাহেরী ট্রাস্ট চট্টগ্রামের সেক্রেটারি কেইজার আবুওয়ালা, ফ্রোবেল প্লে স্কুল ও ফ্রোবেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ হাওড়া (তেহেসীন) জোহের, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ–পরিচালক মো. ফরিদুল আলম, প্রতিষ্ঠানসমূহের উপ–পরিচালক মো. আবুল কাশেম সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী বিতরণ পরবর্তী অতিথিরা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেন এবং অদূর ভবিষ্যতে যেকোন উন্নয়ন প্রকল্পে সহযোগিতার অঙ্গিকার ব্যক্ত করেন। চলতি সপ্তাহে আনজুমানে তাহেরী ট্রাস্টের পরবর্তী উদ্যোগ হিসেবে মুরাদপুরে অবস্থিত ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ট্রেনিং সেন্টারের ৫৫ জন আবাসিক নিবাসীদের উপহার সামগ্রী প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।