নির্দ্বিধায় ডুবে যাই, জেগে উঠার আলোকিত হবার ভয় নেই বলেই
অন্তহীন যাত্রা পথে যতোটা বিভীষিকা দেখা ছিলো ;
তুমি এলে তার চেয়ে শতগুণ আলোকবর্তিকা হয়ে।
কেউ কেউ ডুবে যাবার আগে হয়তো এভাবেই
কেউ আসে আলোকিত করার প্রয়াসে।
তাইতো মানুষ চিরকাল আশায় থাকে, আশা নিয়ে বাঁচতে চায়
স্বপ্ন বুনে নিজের কল্যাণে এবং বদলে নেয় ভবিষ্যতের বাঁক।
প্রতিকূলে থাকা জীবন, সে জীবনের গন্তব্য যদিও নির্ধারিত
তবুও অন্তরের আত্মাটা সেই গন্তব্য নিয়ে বোঝাপড়া চালিয়ে যায়।
দহন দিনের শেষে, এ জীবন পেয়েছে যতো সুখদুখ,
তোমার আলোকিত আগমনে সে জীবন পেয়ে গেলো মানিক্য।
ভালোবাসায় অভিনন্দন তোমাকে হে প্রিয়।