একসময় স্বপ্ন-আশার চাষ হতো
বুকের জমিনে
আশা-বীজের অঙ্কুরোদগম দেখে
প্রাণিত হতাম
নিত্যনতুন উদ্দীপনা নিয়ে ছুটে চলতাম
জীবন পানে।
ফুুলে,ফলে সজ্জিত উদ্যান জুড়ে তখন
পাখিদের কলতান ছিলো সারা দিনমান
শুভ্র বলাকার ওড়াউড়ি
আর বসন্তে কোকিলের কুহুতান।
বুকের জমিন জুড়ে এখন দহন কেবল
সজীব শস্য, ফুল-ফলের ভীষণ আকাল।
কোন এক কালবেলায় ফুরিয়ে গেছে
জীবনের যাবতীয় লেনাদেনা
উবে গেছে সব আশা-ভালোবাসা….
স্বপ্ন-আশার আবাদ হয় না বহুকাল।