মেঘ পাঠালো আকাশ থেকে
খুশির উপহার,
বৃষ্টি এলে দস্যি ছেলে
মুখ করে না ভার।
দস্যি ছেলের প্রশ্ন মেঘের
বাড়ি কত দূর?
নূপুর পায়ে কান্না ছড়ায়
টাপুর টুপুর সুর।
বৃষ্টি ফোঁটা ফুলের বোঁটায়
পড়ে বাড়ায় রূপ,
হাঁসের ছানা ঝিলের জলে
চুপ না থাকে চুপ।।
দস্যি ছেলে মাঠে ছুটে
তার হাতে ফুটবল,
খেলায় তখন মেতে উঠে
দস্যি ছেলের দল।
বিকেল কাটে দস্যিপনায়
হঠাৎ নামে সাঁঝ,
ফিরলে বাসায় মায়ের বকা
বিপদ আছে আজ!