সড়ক দুর্ঘটনায় নিহত ছোট ভাইয়ের শোক না কাটতেই একইভাবে না ফেরার দেশে চলে গেলেন বড় ভাইও। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাটহাজারী উপজেলার ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বহদ্দার বাড়িতে। ১০ মাস আগে পটিয়ায় এক সড়ক দুর্ঘটনায় মারা যায় এ পরিবারের ছোট ছেলে মো. তারেক (৩২)। গতকাল শনিবার নগরীর পাহাড়তলী এলাকায় লরীর সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে প্রাণ হারান বড় ভাই আবু তৈয়ব মুন্নু (৩৫)।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে দক্ষিণ মাদার্শা ইউনিয়নের নতুন বহদ্দারবাড়ির মনছুর আলমের পুত্র পোশাককর্মী আবু তৈয়ব মুন্নু বাড়ি থেকে মোটরসাইকেলে করে চট্টগ্রাম নগরীর নিজ কর্মস্থলে যাওয়ার পথে লরীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান। তিনি ২ ছেলে সন্তানের জনক। তার ছোট ভাই মো. তারেক ১০ মাস আগে পটিয়ায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
দশ মাসের ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। এক শোকের আবহ না কাটতেই নতুন আরেক শোকে পরিবারটি ভেঙে পড়েছে।
স্থানীয় সমাজকর্মী মোহাম্মদ ইয়াছিন জানান, পিতা মাতার দুই সন্তানের মধ্যে মুন্না ছিল বড় ভাই। তিনি একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। দশ মাসের ব্যবধানে পরিবারে উপার্জনকারী দুই সন্তানের মৃত্যুতে এই পরিবারটি একেবারে নিঃস্ব ও অসহায় হয়ে গেছে।