দলের নাম ভাঙিয়ে সালিশ বাণিজ্য বন্ধ করতে হবে

মানিকছড়িতে বিএনপির পরিচিতি সভায় ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি পক্ষ পাহাড়কে অশান্ত করা চেষ্টা করছে। ধর্ষণের ঘটনাকে সামনে রেখে দুষ্কৃতকারীরা ফায়দা তোলার চেষ্টা করছে। সবাইকে ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ করছি। আমরা মনে করি বর্তমান সরকার স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনার ন্যায় বিচার করবে। আমাদের দল বিএনপিও ধর্ষণের ঘটনায় বিচার চায়। সবাইকে সমপ্রীতি রক্ষার অনুরোধ করছি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভায় একথা বলেন তিনি। উপজেলা পরিষদ কমপ্লেক্সে আয়োজিত পরিচিতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ওয়াদুদ ভূঁইয়া আরো বলেন, দীর্ঘদিন পর মানিকছড়িতে আমরা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করেছি। নতুন কমিটি অতীতের মতো কোন ভুল করবে না। দলের নাম ভাঙিয়ে কেউ বিচার সালিশ করবেন না।

সালিশ বাণিজ্য বন্ধ করতে হবে। অনেক নেতাকর্মীকে আমরা তাদের কর্মকাণ্ডের জন্য বহিষ্কার করেছি। নতুন আহ্বায়ক কমিটি আগামী নির্বাচনের জন্য কাজ করবে। এ সময় আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু প্রমুখ।

হাবিবুর রহমান হাবিবকে সভাপতি ও মীর হোসেনকে সাধারণ সম্পাদককে ৫১ সদস্য মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ৪ অক্টোবর মীরসরাইয়ে রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে এলএলএম ৪০তম ব্যাচের ওরিয়েন্টেশন