দলের দুঃসময়ে রফিকুল-শরিফুল বড় ভূমিকা পালন করেছেন

মোহরায় ওয়ার্ড আ. লীগের স্মরণসভায় বক্তারা

| বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১২:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, মা, মাটি ও মানুষের সঙ্গে সুসম্পর্কিত দল আওয়ামী লীগ অগুণিত নেতাকর্মীর অপরিসীম ত্যাগের উপর প্রতিষ্ঠিত। স্বাধীনতা পরবর্তী ও বঙ্গবন্ধু হত্যা পরবর্তীতে মিথ্যা মামলা, হত্যা, অত্যাচার, নির্যাতনে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জঘন্য চেষ্টা চালিয়েছিল। এই কঠিন সময়গুলোতে প্রতিবাদ প্রতিরোধে রফিকুল-শরিফুলদের মত তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরাই বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। তিনি গত শনিবার সন্ধ্যায় মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ওয়ার্ডের আহ্বায়ক মরহুম রফিকুল আলম ও সদস্য শরিফুল ইসলামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।
সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, সদস্য বেলাল হোসেন, নুর মোহাম্মদ নুরু, মোজাহেরুল হক চৌধুরী, আমিনুল ইসলাম, সরোয়ার বাবুল, রফিক এলাহী, রুবায়েত হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে পুরকৌশল খাতের অগ্রগতি বিষয়ক সেমিনার কাল
পরবর্তী নিবন্ধরাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু