দলীয় কর্মীদের ছুরিকাঘাতে দুই নেতা আহত

দক্ষিণ জেলা বিএনপি

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ অক্টোবর, ২০২২ at ৫:৩১ পূর্বাহ্ণ

নিজ দলের কর্মীদের হামলায় আহত হয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির চৌধুরী আনসার এবং দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকা। গতকাল শনিবার বিকেলে নগরীর নিউ মার্কেটের দোস্ত বিল্ডিংস্থ দক্ষিণ জেলা বিএনপির একটি সভা শেষে ফেরার পথে তাদের উপর অতর্কিত হামলা করে ছুরিকাঘাত করা হয়। পরে নেতাকর্মীরা উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের অনুসারীরা এ হামলা করেছে বলে অভিযোগ উঠে।
জানা গেছে, কেন্দ্রের নির্দেশে দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ইউনিট কমিটির বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহে দলের জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল গতকাল চট্টগ্রাম আসেন। দুপুর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে তিনি সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। শুনেন প্রতিটি সদস্যের বক্তব্য। পরে সভা শেষে ফেরার পথে দলীয় কার্যালয়ের নিচে হামলার শিকার হন আনসার এবং খোকা।
জানা গেছে, বৈঠকে দক্ষিণ জেলার ২২ সদস্য বক্তব্য রাখেন। আওতাধীন ইউনিটগুলোর কমিটি গঠন নিয়ে নানা অনিয়মের অভিযোগ করেন বেশিরভাগ সদস্য। বিতর্কিত এবং হত্যা মামলার আসামিদের কমিটিতে রাখা নিয়ে সমালোচনা করা হয় বৈঠকে। সেখানে আনোয়ারা উপজেলার বিভিন্ন সাংগঠনিক দুর্বল দিক নিয়ে বক্তব্য রাখেন আনসার। এর জের ধরেই তার উপর হামলার ঘটনা ঘটে।
দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক দৈনিক আজাদীকে বলেন, প্রতিনিধি সভা শেষে বের হওয়ার সময় হুমায়ুন কবির চৌধুরী আনসারের ওপর হামলা করে তাকে ছুরিকাঘাত করে। এ সময় তাকে রক্ষায় এগিয়ে গেলে যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকার হাতেও ছুরিকাঘাত করা হয়।
এ ব্যাপারে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান আজাদীকে বলেন, শান্তিপূর্ণভাবে আমাদের মিটিং হয়েছে। যারা পদ পাননি তারা অভিযোগ করেছেন। যারা পদ পান সন্তুষ্টি প্রকাশ করেন। মিটিং শেষে যে ঘটনা সেটা আমাদের বিব্রত করেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান আসামি ফেনীর ইউপি চেয়ারম্যান, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধআপিলে পৌরকর কমিয়ে দেয়ার নামে ‘২০০ কোটি টাকা দুর্নীতির’ অভিযোগ