চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির বার্ষিক সাধারণ সভা গতকাল রোববার সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয় সমিতির সভাপতি মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আকবর আলী, অর্থ সম্পাদকের বার্ষিক রিপোর্ট পেশ করেন মো. মনিরুল ইসলাম। আলোচনায় অংশ নেন মোক্তার আহম্মদ, মো. নুর উদ্দিন চৌধুরী, আহমদ আবদুুল কাইয়ুম, এম জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইউনুস, রনজিত দাশ, এস এম হারুনুর রশিদ, মো. আলমগীর হোসাইন, মো. হাসান, মঈন উদ্দিন খান, রঞ্জন কুমার দাশ, পঙ্কজ কুমার দেবনাথ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. আকবর আলী। সভায় বক্তারা বলেন, দলিল লেখকগণ প্রতিবছর বিপুল পরিমাণ সরকারী রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই দলিল লেখকদের অধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।