বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত ৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দলগত ইভেন্টে পুরুষ এবং মহিলা দু বিভাগেই ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও স্বাগতিক চট্টগ্রাম জেলা দল। গতকাল চট্টগ্রাম রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ দিনে পুরুষ এবং নারী দলগত ইভেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার এবং চট্টগ্রাম জেলা দল। সেমিফাইনালে চট্টগ্রাম জেলা দল হারিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে। আর বাংলাদেশ আনসার হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে।
পুরুষ বিভাগের সেমিফাইনালে একেবারে সহজ জয় নিয়ে ফাইনালে পৌছে গেছে চট্টগ্রামের খেলোয়াড়রা। সরাসরি ৩–০ সেটে জিতেছে চট্টগ্রাম জেলা দল। যেখানে চট্টগ্রামের রহিম ৩–০ সেটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আকাশকে, ইমন একই ব্যবধানে হিমেলকে এবং হৃদয় ৩–১ সেটে দেবকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। পুরুষদের মত বিমানের নারী দলও পাত্তা পায়নি চট্টগ্রামের নারীদের কাছে। সেখানেও সরাসরি ৩–০ সেটে জিতেছে চট্টগ্রাম। যেখানে চট্টগ্রামের সালেহা ৩–০ সেচে বিমানের নাহিমাকে, চট্টগ্রামের ঐশি ৩–০ সেটে বিমানের রানীকে এবং চট্টগ্রামের রেশমী একই ব্যবধানে বিমানের আনিকাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
তবে চট্টগ্রাম সেমিফাইনালের বাধা সহজে টপকে গেলেও বাংলাদেশ আনসারকে বেশ বেগ পেতে হয়েছে। পুরুষ বিভাগের সেমিফাইনালে আনসার ৩–২ ব্যবধানে হারিয়েছে সেনাবাহিনীকে। প্রথমে দুই ম্যাচে জিতে আনসার এগিয়ে গেলেও পরের দুই ম্যাচে জিতে প্রতিদ্বিন্দ্বীতায় ফিরে সেনাবাহিনী। যেখানে প্রথম ম্যাচে আনসারের জাবেদ ৩–২ সেটে সেনাবাহিনীর সাজিনকে, আনসারের মানস ৩–১ সেটে হাসিবকে পরাজিত করেন। এরপর সেনাবাহিনী লড়াইয়ে ফিরে দারুনভাবে। হাসিব জুনিয়র ৩–১ সেটে পরাজিত করে আনসারের সজীবকে। এরপর চতুর্থ ম্যাচে হাসিব সিনিয়র ৩–২ সেটে আনসারের জাবেদকে পরাজিত করে শেষ ম্যাচটিতে ফাইনালে পরিনত করে। তবে সে ম্যাচে আর পেরে উঠেনি সেনাবাহিনী। এই ম্যাচে আনসারের মানস চৌধুরী ৩–১ সেটে সেনাবাহিনীর সাজিনকে পরাজিত করে তার দল আনসারকে নিয়ে যান প্রতিযোগিতার ফাইনালে।
তবে পুরুষ বিভাগে আনসারকে কঠিন পরীক্ষা দিতে হলেও নারী বিভাগে সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করে আনসার। এই বিভাগে আনসার সরাসরি ৩–১ সেটে হারিয়েছে সেনাবাহিনীকে। প্রথম ম্যাচে মৌ ৩–০ সেটে আসমাকে এবং দ্বিতীয় ম্যাচে সোমা একই ব্যবধানে রাহিমাকে পরাজিত করে। তৃতীয় ম্যাচে ঘুরে দাড়ায় সেনাবাহিনী। এই ম্যাচে সেনাবাহিনীর সিগমা ৩–১ সেটে হারায় আনসারের তুশিকে। তবে চতুর্থ ম্যাচে আর পারেনি সেনাবাহিনী। এই ম্যাচে আনসারের মৌ ৩–০ সেটে সেনাবাহিনীর রাহিমা পরাজিত করে দলকে ফাইনালে নিয়ে যান। আজ এই দুই বিভাগে ট্রফির লড়াইয়ে চট্টগ্রাম জেলা এবং বাংলাদেশ আনসার মুখোমুখি হবে। স্বাগতিক চট্টগ্রাম চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে।