দলকে তৃণমূলে সংগঠিত করতে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই

পটিয়ার বড়লিয়ায় আওয়ামী লীগের সম্মেলন

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৬:৩৩ পূর্বাহ্ণ

পটিয়ার বড়লিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন গত মঙ্গলবার কর্তালা বেলখাইনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোর্শেদ উল্লাহ। উদ্বোধক ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উজ্জ্বল চৌধুরী চন্দন। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ইউনুচ তালুকদার। সম্মেলনে ১ নং ওয়ার্ডে জীবক বড়ুয়া পিন্টুকে সভাপতি, মো. ইলিয়াছকে সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ডে রুপম বড়ুয়া রুপলুকে সভাপতি, অন্তু আচার্য্য যতনকে সাধারণ সম্পাদক, ৩ নং ওয়ার্ডে লিটন বড়ুয়াকে সভাপতি, জহিরুল আলম লাভুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগকে তৃণমূলে সংগঠিত করতে হলে ত্যাগী ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করার বিকল্প নেই।

পূর্ববর্তী নিবন্ধমহানগর মোটরচালক দলের দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধপরীমণির নামে এবার নাসিরের মামলার আবেদন