রাউজান উপজেলার দলইনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলে উদ্বুদ্ধ করণের নিমিত্তে এক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ১৩ মে সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী, বিদ্যালয়ের দাতা সদস্য ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক আলমগীর পারভেজ। প্রধান শিক্ষক পিন্টু নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়তোষ শীল, সালাউদ্দিন, মো মাইনুদ্দিন, মোহাম্মদ বেলাল, সৈয়দ তাহের উদ্দিন, আশিস কুমার শীল ও রোমানা আক্তার।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য আলমগীর পারভেজ বলেন, ২০২৫ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তারা সৃজনশীল পরীক্ষা পদ্ধতির ইতিহাসের সর্বশেষ অংশ।
এর পরে যারা পরীক্ষা দিবে তারা নতুন শিক্ষা কারিকুলামে পরীক্ষা দিবে। সুতরাং ২০২৫ সালে পরীক্ষার্থীদের এখন থেকে পূর্ণপ্রস্তুতি নিয়ে ভালো ফলাফলে মনোনিবেশ করতে হবে। শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে রাউজানে যে ইতিহাস তাকে সমৃদ্ধ করতে হলে তরুণ ও যুবকদের এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি।