বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন আজ পড়ন্ত বিকেলেই জানান, সাকিব এখনো লিখিতভাবে বোর্ডে কোনো কিছুই জানাননি। আগে জানাক, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। এদিকে সাকিবকে দলে রেখেই শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ নিউজিল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ‘যেহেতু আমরা অফিসিয়ালি কিছু জানি না তাই সাকিবকে দলে রাখা হয়েছে।’ এদিকে সর্বশেষ খবর, ‘দল ঘোষণার একঘণ্টা পর বোর্ডে চিঠি দিয়ে নিউজিল্যান্ড সফরে যেতে না চেয়ে চিঠি দিয়েছেন সাকিব আল হাসান।’ জানা গেছে জরুরি পারিবারিক কারণে নিউজিল্যান্ড যেতে অপারগতা প্রকাশ করেছেন সাকিব। যদিও বিষয়টা নিয়ে অনেকেই মুখে কুলুপ এঁটে বসেছেন। তবে শেষ পর্যন্ত বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং বিসিবি পরিচালক জালাল ইউনুস জাগো নিউজের কাছে স্বীকার করেছেন, সাকিবের চিঠি দেওয়ার বিষয়টি। তিনি জানিয়েছেন, সন্ধ্যার পরই বিসিবির কাছে নিউজিল্যান্ড সফরে যেতে না চেয়ে ছুটির ব্যাপারে চিঠি দিয়েছেন।