দল গড়তে সরকার ছাড়লেন উপদেষ্টা নাহিদ

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৩:৪১ অপরাহ্ণ

নতুন দলে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতির খাতায় নাম লেখাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব ছাড়লেন নাহিদ ইসলাম।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব সামলে আসা নাহিদ আজ মঙ্গলবার দুপুরে তার পদত্যাগপত্র দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, বেলা ২টায় রাষ্ট্রীয় বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র দেন নাহিদ ইসলাম। সে সময় তাদের ছবিও তোলা হয়।

পদত্যাগপত্রে নাহিদ লিখেছেন, “বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র-জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, তাতে যোগ দিচ্ছেন নাহিদ ইসলাম। তিনি সেই দলের আহ্বায়কের দায়িত্ব নেবেন বলে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগের নেতাকর্মীসহ চট্টগ্রামে গ্রেফতার ২৪
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে আ.লীগ নেতা সেলিম গ্রেপ্তার