মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ইঞ্জিনিয়ার কাজী মো. সুফিয়ান সবার কাছে দল অন্ত:প্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। চট্টগ্রামে পেশাজীবী সংগঠনগুলোকে শক্তিশালী করতে তিনি ভূমিকা রেখেছেন। তার অবদান ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে। শনিবার দুপুরে লাভ লেইনের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে ইঞ্জিনিয়ার কাজী মো. সুফিয়ানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখা এই সভার আয়োজন করে। সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, ইঞ্জিনিয়ার কাজী মো. সুফিয়ান চট্টগ্রামের আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে শুধু বিএনপি নয়, চট্টগ্রামবাসী একজন অভিভাবককে হারিয়েছে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ইঞ্জিনিয়ার কে এম সুফিয়ানের মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবে না। কর্মগুণেই তিনি সবার মাঝে বেঁচে থাকবেন। সভায় সভাপতিত্ব করেন পেশাজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল, মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মো. শাহনওয়াজ প্রমুখ। এ্যাব চট্টগ্রাম জেলার সদস্য সচিব ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলমের পরিচালনায় এ সময় মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, মনজুর উদ্দীন চৌধুরী, মরহুমের সহধর্মিণী শিরিন শারমিন, মো. কামরুল ইসলাম, মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, কামাল পাশা, ছলিম উল্লাহ, তৌহিদুল আনোয়ার, মরহুমের ভাই কাজী মো. ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।