দর্শকের ঢল চট্টগ্রামে

| মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৭:৪০ পূর্বাহ্ণ

ঢাকায় ওয়ানডে সিরিজে দর্শকসংখ্যা ছিল বেশ কম। তাই চট্টগ্রামে টিটোয়েন্টিতে কেমন সাড়া পড়বে, তা নিয়ে একটু সংশয় ছিল বিসিবি ও আয়োজকদের মধ্যে। কিন্তু গতকাল সোমবার দুপুর থেকেই দৃশ্যটা বদলে যায়। সাগরিকা এলাকার কাট্টলি বিচ সংলগ্ন বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের পথে থেকেই শুরু হয় দর্শকদের ঢল। ম্যাচ শুরুর অন্তত তিন ঘণ্টা আগেই স্টেডিয়ামমুখী মানুষের ভিড় জমে যায় চারপাশ। খবর বিডিনিউজের।

বিসিবি গত বছর থেকে অনলাইনে টিকেট বিক্রির ব্যবস্থা করেছে। ফলে আগেভাগে বোঝা মুশকিল কতজন টিকিট কেটেছেন। তবে মাঠের চারপাশের জনস্রোতই বলছিল, দর্শকরা ক্রিকেটে ফিরিয়ে আনছে উৎসবের আবহ।

চকরিয়ার আরিফুল ইসলাম সাগর এসেছেন বান্দরবানের আলিকদম থেকে, দুই বন্ধু জয়নাল আবেদীন ও মোহাম্মদ জাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে। স্টেডিয়ামের গেটে পৌঁছেই তারা খুলে ফেললেন গায়ের পুরোনো জামা, পরে নিলেন নতুন জার্সি, যেখানে সাইফ হাসানের নাম লেখা। দাম ২০০ টাকা, মৌসুমি বিক্রেতা শাহিনের কাছ থেকে কিনেছেন তারা। সাগর বলেন, ‘সাইফের খেলা দেখি এশিয়া কাপ থেকে। আগ্রাসী ব্যাটিং করে, ভালো শট খেলে। ওর মতো কেউ ভয় পায় না। এজন্যই ভালো লাগে।’

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা