বেসরকারি সংস্থা ওব্যাট হেল্পার্সের উদ্যোগে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহযোগিতায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর বিনামূল্যে চোখের ছানি অপারেশনের উদ্দেশ্যে ২৯ নভেম্বর ওব্যাট জুনিয়র হাই স্কুল, সেগুন বাগান, খুলশি প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া । এতে সভাপতিত্ব করেন ওব্যাট হেল্পার্স প্রোগ্রাম ম্যানেজার সোহেল আক্তার খান। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ইনিস্টিউট অব টেকলোজি (এনআইটি) চেয়ারম্যান আহছান হাবীব, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, ডা. তাহমিনা পারভীন, ডা. তাহমিনা আক্তার সুমি, ডা. কানিজ ফাতেমা, ডা. জান্নাতুল নাঈম, ডা. জিয়াউল হক, এমএ জলিল। এসময় ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, মানবিকতার জন্য অর্থের নয়, প্রয়োজন মনের। পরিশেষে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান এবং যেকোন দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত প্রয়াসের কথা উল্লেখ করেন।