নগরীর উত্তর নালাপাড়ায় দরবারে জিলানী শরীফে তিনদিনব্যাপী পবিত্র ফাতেহা ইয়াজদাহুম এবং দরবারের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাহফিল গত ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন শাহ্ সুফি মুহাম্মদ জুনাইদ। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে সহীহ বুখারি শরীফ, জিকিরে মোস্তফা (দ.)।
মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল আলীম রিজভী। বক্তব্য রাখেন সেকান্দর হোসেন কাদেরী, সাইফুল্লাহ ফারুকী, সোহাইল উদ্দীন জেহাদী, আহমদ হোসেন জিহাদী, মুহাম্মদ জসিম, মুহাম্মদ রবিউল ইসলাম, ক্বারি শাফাজুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন এএনএম মতুর্জা ও মুহাম্মদ জাভির বিন জুনাইদ। সমাপনী দিনে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আলম ছাবেরী। প্রেস বিজ্ঞপ্তি।