উত্তর নালাপাড়াস্থ দরবারে জিলানী শরীফে হযরত সিদ্দীকে আকবর (রা), হযরত মা ফাতেমা (রা.) স্মরণে আজিমুশশান মিলাদ মাহফিল ও ফাতেহা গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্ সুফি মুহাম্মদ জুনাইদ (মা.জি.আ)। খতম শরীফের মোনাজাত পরিচালনা করেন মুফাস্িসর আল্লামা ছালেকুর রহমান কাদেরি। মাহফিলে বক্তব্য রাখেন চরণদ্বীপ দরবার শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম, উপস্থিত ছিলেন মাওলানা কাজী মুহাম্মদ জালাল উদ্দিন, মাওলানা আব্দুস শুকুর, মাওলানা জসিম উদ্দিন, আব্দুর রহিম, মাস্টার আবুল হোসাইন, সোহেল মুহাম্মদ ফখরুদ্দিন, মেরিন ক্যাপ্টেন আশকারি, এ.এন.এম. মতুর্জা, শাহজাদা জাভির বিন জুনাইদ প্রমুখ। মাহফিলে জিকিরে মোস্তফা (দ.) পরিবেশনায় ছিলেন শায়ের মুহাম্মদ তারেক রেজা, শায়ের মাসুদ রেজা, শায়ের আমিনুল ইসলাম, শায়ের নাঈম রেজা, শায়ের নুরুল্লাহ মাহির। মাহফিলে বক্তারা বলেন, রাসুল (দ.) এর ছায়া সঙ্গী হিসেবে হযরত সিদ্দীকে আকবর (রা.) ছিলেন অতুলনীয়। ইসলামের ক্রাণ কর্তা হিসেবে সিদ্দিকে আকবরের নাম কিয়ামত পর্যন্ত অবিনশ্বর হয়ে থাকবে। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউনুস তৈয়্যবী যুক্তিবাদী। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং ফিলিস্তিন সহ বিশ্বের সকল মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় বিশেষভাবে দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












