আমাদের অনেক দ্বন্দ্ব হবে।
দু–চার কথা মন্দ হবে।
কথাবার্তাও বন্ধ হবে।
তবু হাত ছাড়বো না কভু।
ভুলবোঝাবুঝি, অভিমানের বেলায়
সুন্দর কিছু সময় কেটে যাবে হেলায়।
মুখ ফিরিয়ে যদি থাকি অবেলায়
তবু আস্থা হারাবো না কভু।
মতের অমিল যেনো রোজকার রুটিন।
একসাথে থাকা আসলেই কঠিন।
স্বামী–স্ত্রী যেন ঝগড়াটে সতীন।
তবু ভালোবাসা কমবে না কভু।
ফিরতে দেরি হলে ঠিক চিন্তা হবে।
বুড়ো বয়সেও কিছু সন্দেহ রবে।
কপট অভিমানে কেউ মুখ ফিরাবে।
তবু চিন্তা যাবে না কভু।
বিপদে, অসুখে, কষ্টে, ক্লেশে
হাতে হাত রেখে থাকবো পাশে।
অনুরাগ আসবে রাগের শেষে।
তবু পথ চলা থামবে না কভু।
রাত যদি নামে বিষাদের খামে,
আকাশ ভেঙে যদি বজ্ররা নামে,
সাথী যদি না হয় কেউ এই ধরাধামে
তবু সাথে রবো, ছেড়ে যাবো না কভু।
সময়ের রথে, জীবনের পথে
পাওয়া না–পাওয়ার শেষ গোধূলি বেলাতে,
হয়তো কেউ চলে যাবো ওপারের পথে।
তবু স্মৃতি গুলো ভুলবো না কভু।