দগ্ধ স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

ঘরের মধ্যে জমাট গ্যাসের বিস্ফোরণ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

নগরীর দক্ষিণ মাধ্যম হালিশহরের ধুপপুল এলাকায় ঘরের মধ্যে জমাট গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হয়ে প্রাণ হারালেন আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধ। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আব্দুল খালেকের স্ত্রী আনোয়ারা বেগম (৬০)। তাকে প্রথমে চমেক হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে ঢাকায় পাঠানো হয়।

গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরের বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ধুপপুল এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে গ্যাসলাইন বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। বন্দর থানার ডিউটি অফিসার এএসআই খাদিজা পারভীন বলেন, গ্যাস বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় রফিকুল ইসলাম জানান, আবদুল খালেক এবং তার স্ত্রী খাদিজা বেগম যে বাসায় ভাড়া থাকতেন সেই ঘরে কোনো সিলিন্ডার ছিল না। ধারণা করা হচ্ছে, লাইনের গ্যাস থেকেই দুর্ঘটনা ঘটেছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, গ্যাস বিস্ফোরণে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে আবদুল খালেক নামে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আরেকজনকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হলেও তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বন্দর ফায়ার স্টেশনের কর্মীরা জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানো হয়। তবে এর আগেই ওই ঘরের দুজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে গ্যাসলাইন বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে ভাঙচুর
পরবর্তী নিবন্ধকৃষি জমি ৬০ বিঘা থাকলে নতুন আর কেনা যাবে না