দক্ষিণজেলা কৃষকলীগের বৃক্ষরোপন কর্মসূচি

| মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা কৃষকলীগের বৃক্ষরোপন কর্মসূচি গত ১৮ জুন সংগঠনের সভাপতি আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিকের পরিচালনায় আন্দরকিল্লাস্থ জেলা আওয়ামীলীগ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।এতে উদ্বোধক ছিলেন কৃষকলীগ চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের আহবায়ক এস.এম.আকবর আলী।

প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি ছিলেন কৃষকলীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী রুবেল, জাতীয় পরিষদ সদস্য মোতাহের হোসেন বাবুল।

বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন বাদল,মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আবদুর রহিম, সৈয়দ নুরুল আবছার, মোহাম্মদ হারুন, নবাব আলী, দিদারুল ইসলাম টিপু, সত্যেন্দ্র বড়ুয়া, নাজের ফারুকী, মো. ইব্রাহীম চৌধুরী, আবদুল মোনাফ, আসিফ ইকবাল, হারাধন দাশগুপ্ত, তাহেজুল ইসলাম, হরিপদ চৌধুরী বাবুল, মো. সেলিম, মো. সবুর, মো. সামশুল আলম, আলী আহমদ, মাস্টার হুমায়ুন কবির, সফিকুল ইসলাম, মো. ইলিয়াছ, আবুল কালাম আজাদ ডালু, নুর হোসেন, রফিকুল ইসলাম, অ্যাড.সাইফুন নাহার খালেদ, রেজিয়া সুলতানা প্রমুখ। সভায় বক্তারা বলেন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, জলোচ্ছ্বাস সহ সকল দুর্যোগ মোকাবেলায় বৃক্ষের বিকল্প নেই। বক্তারা প্রতিটি নেতা কর্মীকে ৩ টি করে চারা রোপনের আহবান জানান। এবং চারা রোপনের পাশাপাশি পরিচর্যার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ স্বাধীন না হলে স্বাধীনভাবে কথা বলা যেত না
পরবর্তী নিবন্ধছয়দফা আন্দোলনের চেতনায় বাংলাদেশ বিনির্মাণের আহবান