দক্ষিণ রাউজান উপজেলা বাস্তবায়নের দাবি

| মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০৬ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজানবাসীর প্রাণের দাবি দক্ষিণ রাউজানকে উপজেলায় রূপান্তর করা। দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়ন না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ বাড়ছে। এলাকার আইনশৃঙ্খলা, অবকাঠামোগত উন্নয়ন ব্যাহত হচ্ছে। গত ৯ সেপ্টেম্বর নোয়াপাড়ায় দক্ষিণ রাউজান উন্নয়ন বাস্তবায়ন কমিটির সভায় আলোচকরা এ অভিমত ব্যক্ত করেন। দক্ষিণ রাউজান উন্নয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠক স ম জাফর উল্লাহ, সাংবাদিক জাহাঙ্গীর টুটুল, সমাজসেবক নাছির উদ্দীন তালুকদার, আমজাদ হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক কামরুল ইসলাম বাবু। সভায় দ্রুত উপজেলা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়। এছাড়া উক্ত দাবি আদায়ে কঠোর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনুর মিয়া সওদাগর
পরবর্তী নিবন্ধকর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিল পর্যায়ে সেবা বিষয়ে গণশুনানি