হাটহাজারীর জঙ্গল দক্ষিণ পাহাড়তলী এলাকায় ইব্রাহিম মিয়া এস্টেটের মালিক আব্দুল করিম ইব্রাহিম গং’দের সম্পত্তি দখল চেষ্টা, বসতঘর ভাঙচুর, মারধর, চুরিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ছরওয়ার হোসেন স্বপনের বিরুদ্ধে। গত ২৮ সেপ্টেম্বর সংঘটিত এ ঘটনায় গত ২ অক্টোবর ইব্রাহিম মিয়া এস্টেটের ম্যানেজার মো. আরিফুল ইসলাম বাদী হয়ে স্বপনসহ ১৪ জনকে বিবাদী করে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিভিন্ন ধারায় হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেছেন। অন্যান্য বিবাদীরা হলেন মো. সেলিম, মো. রাসেল, মো. রাকিব, মো. কামাল হোসেন, মো. মাসুম প্রকাশ মুন্সি, মো. শিবু, মো. হোসেন, উচি মং মারমা, মো. জসিম, মো. মাসুম, মো. মনির, মো. সোহাগ ও মো. আজিজ।
মামলার এজহারে বলা হয়, দখল চেষ্টা হওয়া সম্পদ আব্দুল করিম ইব্রাহিম গং’দের। তাদের পিতা মোজাফ্ফর আহমদের নামে এ সম্পদের বিএস খতিয়ান চূড়ান্ত প্রচার আছে এবং তার মৃত্যুর পর ওয়ারিশরা মালিক হয়ে এর ভোগদখলে আছেন। উক্ত সম্পত্তির উপর ৩টি পুকুর, চাষাবাদ জমি, ভিটি ভূমি, বাগান বাড়ি এবং বিভিন্ন বনজ–ফলজ গাছ–বৃক্ষাদি রয়েছে। এরমধ্যে ৩টি পুকুরে সম্পত্তির মালিকরা দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন।
এজহারে বলা হয়, সম্পত্তির মালিক না হয়েও মালিকানা দাবি করে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে অন্যান্য বিবাদীদের সহযোগিতায় নিজের প্রতিষ্ঠানের নামে উক্ত সম্পত্তির দলিল সৃজন করেছেন স্বপন। এরপর মোজাফ্ফর আহমদের ওয়ারিশদেরকে ও ঘটনাস্থল সম্পত্তিতে চাষাবাদরত চাষাদেরকে উচ্ছেদের চেষ্টা করে বিরোধ সৃষ্টি করতে থাকে এবং বে–আইনি ভাবে জবর–দখল করার পাঁয়তারায় লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর বিবাদীরা দা–কিরিচ, লাঠি–সোটা, লোহার রড, দেশীয় অস্ত্র–শস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থল জায়গায় ও ঘরের ভেতরে চিৎকার চেঁচামেচি করে অনধিকার প্রবেশ করে। অশ্লীল ভাষায় গালি–গালাজ করতে থাকে। দীর্ঘদিনের বর্গা চাষা উচি কৈ মার্মার বসতঘরটি ভাঙচুর করা শুরু করে। তখন বর্গা চাষা উচি কৈ মার্মা বাধা দিলে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করা হয়। পাশাপাশি তাকে উচ্ছেদেরও চেষ্টা করা হয়েছে। ঘটনাস্থলে তাণ্ডব চালিয়ে চিৎকার করে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়। বর্গা চাষা উচি কৈ মার্মার ঘরে থাকা ২০ হাজার টাকা মূল্যের ১৮ বস্তা মাছের খাদ্য, বিভিন্ন কৃষি যন্ত্রপাতিসহ বসতঘরে রক্ষিত বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রসহ ৩টি পুকুর থেকে অনুমান ৫ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলেও এজহারে বলা হয়। এ বিষয়ে বক্তব্য জানার জন্য ফটিকছড়ির পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ছরওয়ার হোসেন স্বপনকে বেশ কয়েকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) শাকিল হোসেন গতকাল দৈনিক আজাদীকে বলেন, সম্পত্তি দখল চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলাটির তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।