দক্ষিণ নিশ্চিন্তাপুর ইসলামিয়া মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসার সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৯:২১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর ইসলামিয়া মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মুছা মেম্বারের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন মাদ্রাসার প্রধান পৃপোষক এবং নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ ছালাহ উদ্দিন, আল্লামা আজিজুল হক আল মাদানী, মাওলানা হাফেজ শাহাদাত হোসেন, মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা মুফতি মোহাম্মদ উল্লাহ, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা মুফতি শওকত প্রমুখ। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার পরিচালক মাওলানা ফজলুর রহমান বয়ানী।

অতিথি ছিলেন রাঙ্গুনিয়া বিআরডিবি চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলী আবুল কাশেম, অধ্যক্ষ মো. সোলাইমান, মাওলানা নুরুল আজম প্রমুখ। সভায় মাদ্রাসার মহিলা হেফজখানা ভবন ও বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শেষে মাদ্রাসার সাহিত্য ও সাস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সরকারি সিটি কলেজে গীতাপাঠ প্রতিযোগিতা