দক্ষিণ ধর্মপুর বণিকপাড়ায় দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ

| শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

সাতকানিয়ার দক্ষিণ ধর্মপুর বণিকপাড়া সর্বজনীন জ্বালাকুমারী মন্দিরের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার মহানবমীতে গত ১ অক্টোবর বস্ত্র বিতরণ অনুষ্ঠান মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রকৌশলী নিহার ভট্টাচার্য্য এবং স্থানীয় সকলের সার্বিক সহযোগিতায় দরিদ্র, অসহায় ও দুস্থদের মধ্যে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। প্রাক্তন শিক্ষক অনুপ কুমার ধরের সভাপতিত্বে ও আদিত্য ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন নির্মল ধর, চিত্তরঞ্জন সুশীল, কিরণ ধর, অরুন ধর, বাবুল চৌধুরী, শিক্ষক বুলবুল ধর, অজয় ধর, মিন্টু ধর, অভিজিৎ ধর (সাজু), জগদীশ ধর, অনিমেষ ধর, চিন্ময় ধর, জয় চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘বিএনপি সব সময় ধর্মীয় সহনশীলতা ও সমপ্রীতির পক্ষে’
পরবর্তী নিবন্ধদেশবাসী চায় একটি সুষ্ঠু নির্বাচন