দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আলোচনা ও অভিষেক অনুষ্ঠান চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে গত ৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি আসাদুজ্জামান আসাদ।
বিভাগীয় কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, এম এন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, ফেরদৌস ইসলাম খান, মো. আবুল কালাম চৌধুরী, কর্ণফুলী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক এ এস এন সেলিম উল আলম চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ ছানাউল্লাহ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, মহানগর সভাপতি মোহাম্মদ মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গনি জুয়েল, জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগ নুরুদ্দিন মিরাজ। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম বিভাগীয় কমান্ড কাউন্সিলের সভাপতি কফিল উদ্দিন। সভায় দক্ষিণ জেলা কমিটির নির্বাচিত সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।