দক্ষিণ জেলা বিএনপির ৩ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ

আজাদী অনলাইন | রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৩:৫৫ অপরাহ্ণ

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকায় দক্ষিণ জেলা বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস, সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দীন ও লিয়াকত আলী।

একই কারণে সদস্য মজিবুর রহমানকে সতর্ক করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।-বাংলানিউজ

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় ওই তিনজনকে বহিষ্কার করা হয়েছে। দলে বিশৃঙ্খলা সৃষ্টি করায় আরেকজনকে সতর্ক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে জহুরুল আলম জসিমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
পরবর্তী নিবন্ধদুদকের মামলায় সাবেক ওসি প্রদীপের জামিন নামঞ্জুর