চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু সাদাত সায়েমকে সভাপতি ও চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল নিজামি রিফাতকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও বাংলাদেশ চলচিত্র সাংবাদিক সমিতির সভাপতি নাট্যজন ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান এ কমিটির অনুমোদন দেন।
সম্প্রতি এক পত্রের মাধ্যমে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। এতে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়া এবং সংগঠনের গতিশীলতা বৃদ্ধিকল্পে সকল উপজেলা, থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি দ্রুত গঠনের মাধ্যমে সংগঠনকে গতিশীল করার নির্দেশ প্রদান করা হয়।
আবু সাদাত সায়েম এবং আমিনুল নিজামি রিফাতকে দায়িত্ব দেওয়ায় তারা সংগঠনের সভাপতি ফাল্গুনী হামিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান এবং বৃহত্তর চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।