দক্ষিণ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের মতবিনিময়

| মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, ধর্মকে অনুধাবন করে যদি জীবন পরিচালনা করা যায় তাহলে মানবজীবন হবে সার্থক ও সুন্দর। কোন ধর্মে অসত্য ও অন্যায়কে আলিঙ্গন করার কথা বলা হয়নি। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ স্লোগানকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি গত রবিবার নগরীর সদরঘাটস্থ এমপি’র অফিসে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার নবনির্বাচিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে একথা বলেন। এসময় তিনি নবনির্বাচিত পূজা পরিষদ নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানান।
এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পূজা পরিষদের প্রাক্তন সভাপতি শিল্পপতি বাবুল ঘোষ বাবুন, প্রাক্তন সাধারণ সম্পাদক অরূপ রতন চক্রবর্তী, তাপস কুমার দে, পরিমল দেব, নবনির্বাচিত সভাপতি ঝুন্টু চৌধুরী, সাধারণ সম্পাদক রুবেল দেব, সহ-সভাপতি রতন বিশ্বাস, শ্যামল বিশ্বাস, জয় প্রকাশ দত্ত, ইঞ্জিনিয়ার ভব শংকর ধর, আশীষ মিত্র, ডা. আর কে দাশ রুবেল, লিটন দাশ, অলক কুমার দে, রুবেল দত্ত, বিবেক চৌধুরী, অরুন কান্তি দাশ, রাজীব সেন, শিউলী চৌধুরী, ছোটন দাশ সীমান্ত, রাকিব পাল, সান্টু দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচার দফা দাবিতে চট্টগ্রামে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতিক্রমি কর্মসূচি
পরবর্তী নিবন্ধপ্রথম দফায় ৭ শতাধিক নগদ অ্যাকাউন্ট পুনরায় সচল