দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়াকে নিয়ে বিভিন্ন কটূক্তি এবং তার ছবি নিয়ে বিদ্রুপ করায় দলীয় পদ থেকে বহিষ্কার হলেন দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব মো. নাছির উদ্দিন। জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কথা বলা হলেও, কি অপরাধে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি।
এর আগে এ জাসাস নেতা গত বছর ১৪ অক্টোবর এক রোগীকে সেবা দিতে বিলম্ব করার অভিযোগ এনে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে কর্তব্যরত ডাক্তার তারেকুল ইসলামকে মারধর করতে তেড়ে যায়। এসময় হাসপাতালের সিকিউরিটি রিন্টু কুমার দে নামের একজনকে চড় থাপ্পড় মারার অভিযোগ ওঠে। এসময় পুলিশ তাকে আটক করলেও পরে মুচলেকায় ছাড়া পান। জানা গেছে, সামপ্রতিক সময়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াকে নিয়ে বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য দেন তার সংশ্লিষ্ট নেতৃবৃন্দদের নিয়েও অপপ্রচার চালান। গত শুক্রবার বিকেলে ইদ্রিস মিয়ার ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে বিভিন্ন কুরুচিপূর্ণ উক্তি লিখে মিছিল করা হয়। এ মিছিলের অগ্রভাগে ছিলেন জাসাস নেতা নাছির উদ্দিন।
এ বিষয়ে মো. নাছির উদ্দিন জানান, ফেসবুকে একটি চিঠি আমি দেখেছি, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি তিনি।