দক্ষিণ জেলা জামায়াতের পুনঃনির্বাচিত আমিরের শপথ গ্রহণ

| শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ৯:৩৫ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের ঐতিহাসিক জনপদ। এ জনপদ অসংখ্য শহীদের রক্তে সিক্ত হয়েছে। শহীদি ময়দানের আমীরের দায়িত্ব মানে মহান দায়িত্ব। আমীরে শপথ নেয়ার মাধ্যমে তিনি মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নিজেকে সঁপে দিবেন। আমীরের পাশে থেকে তার নিকটতম দায়িত্বশীলগণ তেমনিভাবে সাহাবাদের ন্যায় ভূমিকা রাখতে হবে। যেমনিভাবে সাহাবীরা রাসুলুল্লাহর ছায়া হয়ে দায়িত্ব পালন করেছেন। যদি উভয়পক্ষের সমন্বয়ে ভ্রাতৃত্বপূর্ণ ও জনবান্ধব পরিবেশ তৈরি হয়, তবেই শহীদি এই জনপদ তার অভীষ্ট লক্ষ্যপানে এগিয়ে যাবে। গত ১৩ নভেম্বর দক্ষিণ জেলা জামায়াতের আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলার জামায়াতের নবনির্বাচিত আমীর আনোয়ারুল আলম চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাজান। দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টীম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও অঞ্চল টীম সদস্য জাফর সাদেক ও অধ্যক্ষ নুরুল আমীন চৌধুরী। জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, . ছাবের আহমদ, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম ও সাংগঠনিক সেক্রেটারী অ্যাডভোকেট আবু নাছের প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুব সমাজ দেশের বৃহৎ শক্তি,অবহেলা করা যাবে না
পরবর্তী নিবন্ধকরভীতি দূর করতে কর ব্যবস্থাপনা আরো সহজ করতে হবে