দক্ষিণ জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

| বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৭:৩৩ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমীরুজ্জামান বলেছেন, দেশের আপামর জনতা এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে জাতিকে সৎ, দক্ষ, চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে।

গত ১৯ জানুয়ারী দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে উপজেলা ও থানা দায়িত্বশীলদের নিয়ে মাসিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, . হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারী নুরুল হোসাইন, বায়তুলমাল সেক্রেটারী কামাল উদ্দিন, অফিস সেক্রেটারী নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া উপজেলা আমীর কামাল উদ্দিন, বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, বোয়ালখালী উপজেলা আমীর ডাক্তার খোরশেদ আলমসহ উত্তর সাতকানিয়া ও কালারপুল সাংগঠনিক থানা, চন্দনাইশ পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী উপজেলার নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৭৯ প্রতিবন্ধীসহ ১০৩ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধইউএসটিসিতে হিউমান রিসোর্স কনভেনশন