বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম দক্ষিণ জেলার কাউন্সিল অধিবেশন ও জুলাই শহীদদের দোয়া মাহফিল সম্প্রতি আনোয়ারা জামিয়া জমহুরিয়া কামিল (এমএ) মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকী সভাপতিত্বে ও প্রস্তুতি কমিটির সচিব অধ্যক্ষ জানে আলম নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বির আহমদ মোমতাজী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সমন্বয়ক অধ্যক্ষ ত্বোয়াহা মোহাম্মদ মোদাচ্ছের, যুগ্ম সমন্বয়ক অধ্যক্ষ রিদুয়ানুল হক হক্কানি, সচিব অধ্যক্ষ ড. মহিউল হক, সদস্য অধ্যক্ষ শাহাদাত হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মহাসচিব শাব্বির আহমদ মোমতাজী বলেছেন– প্রাথমিক শিক্ষার মধ্য দিয়েই একজন শিশুর শিক্ষা জীবন সূচিত হয়। প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসাই হচ্ছে একজন শিশুর শিক্ষার প্রারম্ভিক স্তর। এ দু ধারার শিক্ষা ব্যবস্থায় বিশেষতঃ প্রাথমিক বিদ্যালয় এর ক্ষেত্রে সরকারীভাবে পূর্ণাঙ্গ পৃষ্ঠপোষকতা দেয়া হয়। অপরদিকে অত্যন্ত নির্মমভাবে উপেক্ষিত হয় এবতেদায়ী শিক্ষা ব্যবস্থা। দুটির মধ্যকার দৃশ্যমান হয় অপেক্ষাকৃত বিশাল ব্যবধান ও বৈষম্য। উপরন্তু শিক্ষকদের নেই কোন পারিশ্রমিক বা বেতন–ভাতা। স্বল্প সংখ্যক এবতেদায়ী শিক্ষক নামমাত্র ন্যুনতম কিছু ভাতা পেলেও প্রায় ৫০ হাজারেরও অধিক শিক্ষক এ ভাতা থেকেও বঞ্চিত। তাই অবিলম্বে স্বতন্ত্র ইবতিদায়ীসহ সকল স্তরের মাদরাসা শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করার জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। সম্মেলনে বক্তব্য রাখেন–অধ্যক্ষ আল্লামা আলা উদ্দীন, অধ্যক্ষ হাফেজ আহমদ, অধ্যক্ষ আল্লামা আবু তৈয়ব চৌধুরী, অধ্যক্ষ সাইফুদ্দিন খালেদ, অধ্যক্ষ মুজিবুল হক, অধ্যক্ষ সিরাজ উদ্দীন, ড. খলিলুর রহমান মাওলানা শেখ ছরওয়ার আলম প্রমুখ। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকীকে সভাপতি, অধ্যক্ষ মীর মোহাম্মদ আলা উদ্দীনকে সাধারণ সম্পাদক, অধ্যক্ষ ড, মোহাম্মদ খলিলুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ রফিকুল ইসলামকে দপ্তর সম্পাদক, অধ্যক্ষ জানে আলম নেজামীকে কোষাধ্যক্ষ করে ৫১ বিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করা হয়।