জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ জেলার কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ জুলাই শিল্পপতি বাবুল ঘোষ বাবুনকে সভাপতি,কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাসকে সাধারণ সম্পাদক ও রাসেল চৌধুরীকে সহ–সাধারণ সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটির অনুমোদন দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ জেলার সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে ৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। পত্র প্রাপ্তির ৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।