দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে ‘প্রবাসী, ব্যাংক ও বীমা কর্মী’

বাতিলের দাবিতে পদবঞ্চিতদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছে পদবঞ্চিতরা। অন্যথায় কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পদবঞ্চিতদের অভিযোগবিবাহিত, সন্তানের বাবা, প্রবাসী ও ব্যাংকবিমা প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়ে গঠন করা হয়েছে আহ্বায়ক কমিটি।

গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন পদবঞ্চিতরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জিয়াউল হক জোনাইদ। উপস্থিত ছিলেন অহিদুল ইসলাম চৌধুরী, দিলদার হোসেন রানা, আজিম উদ্দিন, ইকবাল হোসেন জুয়েল, ইশতিয়াক নোমান চৌধুরী জামি, মো. সোহেল।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৩ সালের একাডেমিক এসএসসি ব্যাচের ছাত্রদের মাধ্যমে ছাত্রদলের কমিটি গঠনের কথা ছিল। কিন্তু সদ্যঘোষিত কমিটির আহ্বায়ক রবিউল হোসেন ২০১৩ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। ফলে রবিউলের চেয়ে জ্যেষ্ঠ অনেক যোগ্য কর্মী পদবঞ্চিত হয়েছেন। সদস্য সচিব জুয়েল ইসলামী ব্যাংকের ওআর নিজাম রোড শাখায় কর্মরত আছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ ২০১৪ সালে এসএসসি পাশ করা। তিনি মিট লাইফ ইন্স্যুরেন্স কর্মচারী ফিরোজকে। যুগ্ম আহ্বায়ক সবুরের একাডেমিক ব্যাচ ২০০৭। তিনি একজন ব্যাংকের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত। যুগ্ম আহ্বায়ক আরেফিন রিয়াদ ইস্টার্ন ব্যাংক বোয়ালখালী শাখায় কর্মরত।

জোনাইদ বলেন, ছাত্রদলের পদপ্রত্যাশীদের অবিবাহিত হতে হবেএমন বিধিনিষেধ আছে। অথচ ঘোষিত ৪২ সদস্যের কমিটির অনেকেই বিবাহিত। যুগ্ম আহ্বায়ক নাঈমুল আলম নাঈম, রাশেদুল কবির ও ফরহাদুল কবির বিবাহিত। এর মধ্যে রাশেদ কবির এক সন্তানের জনক। এমনকি প্রবাসী কয়েকজনকেও কমিটিতে রাখা হয়েছে। গঠনতন্ত্রের তোয়াক্কা না করেই এই কমিটি দেওয়া হয়েছে।

জোনাইদ বলেন, আমি কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, কমিটির বিষয়ে তিনি কিছু জানেন না। তাকে জোর করে সই নেওয়া হয়েছে। বিবাহিতরা কমিটিতে পদ পেয়ে বউ নিয়ে এখন ফূর্তি করছে। রাজপথের ত্যাগী কর্মীরা কমিটিতে স্থান পায়নি। যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল করা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দেব।

উল্লেখ্য, দেড় বছর নেতৃত্ব শূন্য থাকার পর গত ১১ আগস্ট চট্টগ্রাম দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৪২ সদস্যের এ কমিটিতে পটিয়া উপজেলার রবিউল হোসেন রবিকে আহ্বায়ক ও কর্ণফুলী উপজেলার কামরুদ্দীন সবুজকে সদস্য সচিব করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধ এলাকায় রিজার্ভারের পানি দূষিত হওয়ার শঙ্কা
পরবর্তী নিবন্ধঅনলাইন জুয়ার ফাঁদে পড়ে যে পথে গেল ওরা