দরজায় কড়া নাড়ছে শারদীয় দূর্গোৎসব। সারা দেশের মতো চট্টগ্রামেও স্বাস্থ্যবিধি মেনে চলছে দুর্গা পূজা আয়োজনের ব্যাপক প্রস্তুতি। থানা, ওয়ার্ডগুলোতে চলছে পূজা উদ্যাপন পরিষদের সভা। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদৃযাপন পরিষদ ও চান্দগাঁও পূজা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ: বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠান ২৮ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিঃ আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঝুন্টু চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুবেল দেব। ভবশংকর ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ও শপথবাক্য পাঠ করান পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ।
বক্তব্য রাখেন বাবুল ঘোষ বাবুন, ড. বিপ্লব গাঙ্গুলি, অরূপ রতন চক্রবর্তী, প্রণব দাশগুপ্ত, তাপস কুমার দে, জিতেন কান্তি গুহ, পরিমল দেব, শ্যামল কান্তি দে, রতন বিশ্বাস, সুনীল চৌধুরী, ডা. কাজল কান্তি বৈদ্য, শ্যামল বিশ্বাস, জয় প্রকাশ দত্ত, বিশ্বজিত দাশ, আশীষ মিত্র, ডা. আর. কে রুবেল, রুবেল শীল, রানা কুমার দেব, বিপ্লব চৌধুরী, রুবেল দত্ত প্রমুখ। সভায় আগামী ৬ অক্টোবর ‘মহালয়া’ ঐতিহ্যবাহী তীর্থস্থান বোয়ালখালীর চন্ডীতীর্থ মেধসমুনি আশ্রমে উদ্যাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।
চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদ: চান্দগাঁও থানা পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গত ২৬ সেপ্টেম্বর নগরীর জেএম সেন হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সাবেক সভাপতি সাধন ধর। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি বিমল কান্তি দে। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য। প্রধান বক্তা ছিলেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। সমিরণ মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, বিপ্লব কুমার চৌধুরী, শ্রীপ্রকাশ দাশ অসিত, মিথুন মল্লিক, অ্যাড. নিখিল কুমার নাথ, সজল দত্ত প্রমুখ। সম্মেলনের ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন লায়ন আশীষ কুমার ভট্টাচার্য। এতে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে নিউটন মজুমদার ও সাধারণ সম্পাদক পদে টুটুল দেবনাথকে নির্বাচিত করা হয়।