দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৩৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে গতকাল সোমবার দক্ষিণ জেলা আওয়ামী লীগ আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। বক্তব্য দেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অ্যাড. মির্জা কছির উদ্দিন, অ্যাড. জহির উদ্দিন, খোরশেদ আলম, আবু জাফর, নুরুল আবছার চৌধুরী, চেয়ারম্যান নাছির আহমদ, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, এ কে আজাদ, জাহেদুর রহমান সোহেল, দিদারুল আলম, এস এম বোরহান উদ্দিন, মামুন চৌধুরী, অ্যাড. আবুল কালাম, মোজাম্মেল হক, হাছান মাহমুদ প্রমুখ। শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, দেশ ও জনগণের কল্যাণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা ফজলুল কাদের।

পূর্ববর্তী নিবন্ধআসিয়া খাতুন হেফজখানা ও এতিমখানায় ছাত্রদের দস্তারবন্দি জলসা
পরবর্তী নিবন্ধবান্দরবানে ২১৪৫ স্বেচ্ছাসেবকের জন্য সুরক্ষা ও উদ্ধার সামগ্রী হস্তান্তর