চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির মনোনয়ন পেয়েছেন মোতাহেরুল ইসলাম চৌধুরী। গত বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক চিঠিতে মোতাহেরুল ইসলাম চৌধুরীকে এ মনোনয়ন দেওয়ার তথ্য জানানো হয়েছে। গতকাল শনিবার রাতে চিঠিটা প্রকাশ করা হয়।
গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপির মৃত্যুর পর সাংগঠনিক পদটি শূন্য হয়। দলীয় চিঠিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক মোতাহেরুল ইসলাম চৌধুরীকে বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি পদে মনোনীত করা হয়েছে।
এর আগে তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতির দায়িত্ব পালন করেছেন।












