দক্ষিণ চট্টগ্রামের সড়কে আজ দুই ঘণ্টা বাস চলবে না

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের সড়কে বিভিন্ন সমস্যা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভের ডাক দিয়েছে চট্টগ্রামদক্ষিণাঞ্চল কক্সবাজারবান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে দুই ঘণ্টা ওই রুটে যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ সোমবার (৯ অক্টোবর) সকালে নতুন ব্রিজ চত্বরে এ মানববন্ধন হবে। মানববন্ধন চলাকালে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ওই রুটে বাস, কোচ, মিনিবাস চলবে না।

নেতারা জানান, চট্টগ্রামকক্সবাজারবান্দরবান, পিএবি বাঁশখালী রোডের শৃক্সখলা আনয়ন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, দিনের বেলায় অনিয়ন্ত্রিত এসি/নন এসি বাস চলাচল বন্ধ, সড়ক পরিবহন আইন২০১৮ ধারা ৪০এর বিধিলঙ্ঘন, সড়কে নিষিদ্ধ ও অবৈধ টমটম, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, থ্রিহুইলারসহ বেপরোয়া গতির মোটরসাইকেল বন্ধের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হবে। সংগঠনের অধীনের সকল যাত্রীবাহী গাড়ি বন্ধ থাকবে।

চট্টগ্রাম দক্ষিণাঞ্চল কক্সবাজারবান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ মুছা আজাদীকে বলেন, বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য এ মানববন্ধন ও বিক্ষোভের ডাক দিয়েছি আমরা। বিক্ষোভ চলাকালে যাত্রীবাহী গাড়ি বন্ধ থাকবে। আমাদের সংগঠনের সঙ্গে এক হাজারের বেশি গাড়ি যুক্ত আছে। ওই সময়ে সেগুলো চলবে না।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, মালিকশ্রমিক ঐক্য পরিষদের অন্যতম নেতা আলহাজ্ব কফিল উদ্দিন, হাজী মোঃ ইউনুছ কোম্পানী, মৃণাল চৌধুরী, মোহাম্মদ মুছা, অলি আহামদ, মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, জহিরুল ইসলাম, কাজল কান্তি দাশ, মো: মর্তুজা সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধফুটপাত থেকে দোকানের মালামাল জব্দ, জরিমানা
পরবর্তী নিবন্ধলস্কর পরিবারকে এক মাসের মধ্যে দিতে হবে ১২শ কোটি টাকা