দক্ষিণ কোরিয়ার ব্যাটারি কারখানায় আগুন, ২০ মৃত্যু

| মঙ্গলবার , ২৫ জুন, ২০২৪ at ৭:১৪ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়ার একটি লিথিয়াম ব্যাটারি তৈরির কারখানায় আগুন লেগে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে দমকল কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিডিনিউজের। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের দক্ষিণে হুয়াসংয়ে ব্যাটারি প্রস্তুতকারক অ্যারিসেলের কারখানায় আগুন লাগে বলে দমকল কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় দমকল কর্মকর্তা কিম চিন ইয়ং জানান, একটি গুদামে ৩৫ হাজার ইউনিট ব্যাটারি রাখা ছিল, সেখানে ব্যাটারি সেলগুলোতে ধারবাহিক বিস্ফোরণ ঘটতে থাকার এক পর্যায়ে আগুন ধরে যায়। আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। কী থেকে ব্যাটারিগুলোতে বিস্ফোরণ ঘটেছে তার পরিষ্কার হয়নি। বার্তা সংস্থা ইয়োনহ্যাপ এর আগে জানিয়েছিল, কারখানাটির ভেতরে ২০টি মৃতদেহ পাওয়া গেছে। কিন্তু টেলিভিশনে সমপ্রচারিত এক বিবৃতিতে কিম জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন আহত হয়েছেন, তাদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক। তিনি আরও জানান, এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন, উদ্ধারকারীরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। ২০২০ সালে প্রতিষ্ঠিত অ্যারিসেল সেন্সর ও রেডিও যোগাযোগ যন্ত্রপাতির জন্য চার্জ করা যায় না এমন লিথিয়াম ব্যাটারি তৈরি করে। কারখানাটিতে ৪৮ জন কর্মী ছিলেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধসংগীতে ৬ দশক পেরিয়ে…
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রকে দোষারোপ জবাব দেওয়ার হুমকি রাশিয়ার